Download WordPress Themes, Happy Birthday Wishes

ওয়ালটন দিচ্ছে ফিচার ফোনের দামে স্মার্টফোন!

বর্তমান সময়ে ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বাড়ছে, তেমনি স্মার্টফোনে দেখা মিলছে নিত্যনতুন ফিচারস। ইলেকট্রনিক্স প্রোডাক্টস এর বাজারে সবচেয়ে চাহিদার এবং শীর্ষ স্হান দখল করে আছে স্মার্টফোন। বর্তমান সময়ে কোন মানুষের সামর্থ্য আছে কিন্তু স্মার্টফোন নেই, এরকম মানুষ খুজে পাওয়া দুস্কর। তবে যাদের সামর্থ্য নেই ওয়ালটন তাদের হতাশ করেনি,  সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে  ফিচার ফোনের দামে দিচ্ছে স্মার্টফোন! আজকে ওয়ালটন এর এরকম কিছু ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিভাইস গুলো যেমন দামে সাশ্রয়ী  এবং রয়েছে নানা ফিচার।

Primo E8i

মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত দেশীয় প্রযুক্তিতে  তৈরি ওয়ালটনের  প্রথম স্মার্টফোন প্রিমো ই ৮আই। এটি মূলত এন্ট্রি লেভেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৩৫০০ টাকায়।

একনজরে প্রিমো ই৮আই ঃ

 • মার্শম্যালো অপারেটিং সিস্টেম
 • ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • ৫১২ মেগাবাইট র‍্যাম
 • ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী
 • মালি ৪০০ জিপিউ
 • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
 • ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
 • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo E8s

কম বাজেটের ফোন হওয়া সত্ত্বেও “প্রিমো ই৮এস” ফিচার এর ক্ষেত্রে কোনো কমতি নেই। এটি সাধারনত ১ টি এন্টি লেভেলের স্মার্টফোন। লো-বাজেটে ভালো মানের স্মার্টফোন নিতে চাইলে আপনার জন্য অবশ্যই এটি ১ টি ভালো অপশন হতে পারে। স্টাইলিশ আউটলুকের এই স্মার্টফোনটি ব্লাক, গোল্ডেন এবং গ্রে ৩ টি কালারেই পাওয়া যাচ্ছে। ফোনটির বাজারে পাওয়া যাচ্ছে ৩,৯৯৯ টাকায়।

এক নজরে প্রিমো ই৮এসঃ

 • ৩জি সাপোর্ট
 • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম
 • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
 • ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর
 • র‍্যাম ১ জিবি , রম ৮ জিবি (৬৪ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে )
 • ৫মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ১৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo EF7

সাশ্রয়ী মূল্যে ৪,৪৯৯ টাকায় প্রয়োজনীয় সকল ফিচার থাকছে ওয়ালটন প্রিমো ই এফ ৭ এ, তার মধ্যে ১৮:৯ রেসিও ডিসপ্লে ছিলো আকর্ষণের কেন্দ্রবিন্দু । আসলে এই দামে এর চেয়ে সুন্দর এবং এরকম ডিজাইনের স্মার্টফোন আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুস্কর।ডিভাইসটি বাজারে ৪ টি কালার; ধুসর, কালো,মেটালিক সোনালী  এবং সোনালী’তে পাওয়া যাবে তার মধ্যে কালো রঙটি সবচেয়ে আকর্ষণীয়। ব্যাটারিসহ এই ডিভাইসের ওজন মাত্র ১৩৫ গ্রাম। ডিভাইসটির পুরুত্ব ৯.৫ মিলিমিটার, উচ্চতা ১৩৩ মিলিমিটার এবং প্রস্থ ৬২.২৩ মিলিমিটার। পুরো ডিভাইসটি সচল রাখতে থাকছে  ২১০০ এমএএইচ ব্যাটারি।

একনজরে প্রিমো ইএফ ৭

 •  অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম
 • ৪.৯৫ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে; ২.৫ডি কার্ভড গ্লাস
 • ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর
 • মালি ৪০০ জিপিউ
 • ১ জিবি ডিডিআর৩ র‍্যাম  এবং ৮ জিবি রম
 • ৫ মেগাপিক্সেল BSI সেন্সর যুক্ত অটোফোকাস রিয়ার ক্যামেরা ও ফ্রন্টে ২ মেগাপিক্সেল ক্যামেরা
 • ২১০০ এমএএইচ ব্যাটারি

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে