Download WordPress Themes, Happy Birthday Wishes

বাজারে এলো ওয়ালটনের জাভা সাপোর্টেড ফিচার ফোন!

জাভা সাপোর্টেড ট্যাপ ফোনের সাথে পরিচিত নন এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। একটা সময়ে এই সকল ফোন বেশ জনপ্রিয় ছিল। বলতে গেলে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত বেশ পাকাপোক্ত অবস্থানে ছিলো জাভা ফোন। বাজার তখন নকিয়া সহ অন্যান্য ব্রান্ড ও চাইনিজ ফোনের দখলে। জাভা ফোন ইউজ করার মজাই ছিল অন্যরকম, বিল্ডইন আপস এর পাশাপাশি ও আপস ইনিস্টলের সুবিধা ছিলো। নকিয়া মূলত প্রথন জাভা অপারেটিং সিস্টেম নিয়ে আসে। বর্তমান সময়ে জাভার সেই ফিল দিতে মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত আকর্ষণীয় জাভা ফিচার ফোন  “অলভিও এমএম১৫জি ” বাজারে নিয়ে এলো ওয়ালটন। এর আগে ও তারা বেশকিছু দারুন ফিচার ফোন বাজারে রিলিজ করে আসছে।

এক নজরে অলভিও এমএম১৫জি (Olvio MM15j)

 •  দুটি সিম একসঙ্গে ব্যবহার করা যাবে
 • ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড
 • ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে
 • জাভা সাপোর্টেড
 • ডিজিটাল ক্যামেরা
 • ১৮০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
 • মূল্য : ১,২০০ টাকা মাত্র!

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

মাল্টিমিডিয়া সাপোর্ট:

জাভা সাপোর্টেড ফিচার ফোনটি-তে রয়েছে বেশ কিছু মাল্টিমিডিয়া সুবিধা।

 • সাউন্ড এবং ভিডিও রেকর্ডার
 • এম.পি.থ্রি, এম.পি ফোর, থ্রিজিপি প্লেয়ার
 • ওয়্যারলেস এফএম রেডিও, সাউন্ড রেকর্ডিং সুবিধা।

স্পেশাল ফিচার:

 • জাভা সাপোর্ট
 • বিল্ট ইন ফেসবুক এবং অপেরা মিনি
 • ওয়্যারলেস এফ.এম রেডিও
 • কি-প্যাড নোটিফিকেশন লাইট
 • টর্চ লাইট

আপনার নিকটস্থ ওয়াল্টন প্লাজা ও আউটলেট থেকে “অলভিও এমএম১৫জি” ফোনটি সংগ্রহ করতে পারেন। কালো, ব্লু, লাল ও সবুজ আকর্ষণীয় ৪টি কালারে পাওয়া যাবে ফোনটি। স্মার্টফোনের পাশাপাশি কথা বলার জন্য মূলত আমারা ফিচার ফোন ব্যাবহার করে থাকি, সে ক্ষেত্রে এটি হতে পারে আপনার বেস্ট চয়েজ।