বাসায় বা অফিসে থাকনে, কিংবা দূরে কোথাও বেড়াতে যান, বাতাসের অবস্থা মনিটর করে আপনাকে সঠিক তথ্য জানিয়ে দেবে অ্যাটমোটিউব প্রো। বিশুদ্ধ না দূষিত? উষ্ণ না আর্দ্র? বাতাসের সব ধরনের গুণাগুণ বিশ্লেষণ করে জানাবে এই ডিভাইস। আপনি সঠিক ব্যবস্থা নিয়ে থাকতে পারবেন নিশ্চিন্তে। এটির দাম ১৪৯.৯৯ ডলার। সূত্র : ম্যাশেবল।