মহামারী করোনাভাইরাসের বিস্তার কমাতে মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সম্প্র্রতি প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়- যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আমরা ফেসবুক এবং ইন্সটাগ্রামের ওপরে একটি অ্যালার্ট রাখব, যাতে সবাইকে মুখ ঢাকার কথা স্মরণ করিয়ে দেয়া যায়। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, করোনাপ্রতিরোধে কোম্পানিটির পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এবং বিভিন্ন পাবলিক হেল্থ এজেন্সির লিঙ্কও ব্যবহারকারীদের দেয়া হবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র্রের ব্যবহারকারীরা এ সুবিধা পেলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের জন্য এ সুবিধা দেয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।