জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। যার জেরে বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছেন।একই সমস্যা হচ্ছে হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৮টার পর থেকে বিশ্বজুড়ে এ সমস্যা দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের ব্যবহারকারীরা বেশি ভোগান্তিতে পড়েন।
রাত ১০টার দিকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের বেশ সমস্যায় পড়তে দেখা যায়। ফেসবুকে ঢুকতে অনেক সময় নিচ্ছে। পোস্ট দেখা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন।এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু ফেসবুক ব্যবহারকারী।
কারিগরি কারণে এই বিভ্রাট বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা। তবে পরে এর কারণ সম্পর্কে ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে ।
We’re aware that some people are having trouble uploading or sending images, videos and other files on our apps. We're sorry for the trouble and are working to get things back to normal as quickly as possible. #facebookdown
— Facebook (@facebook) July 3, 2019
“বিশ্বজুড়ে ব্যবহারকারীদের বিরূপ মন্তব্যের পর ফেসবুক কর্তৃপক্ষ টুইটারে এক পোস্টে লিখেছে, ‘কারিগরি সমস্যার কারণে ফেসবুক ব্যবহারকারীদের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। তবে সাময়িক এ সমস্যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।”