সম্প্রতি ওয়ালটন তাদের EF সিরিজের নতুন স্মার্ট ফোন Primo EF9 বাজারে নিয়ে এসেছে। আকর্ষণীয় ডিজাইনের এ ডিভাইসটি মুলত বাজেট ফ্রেন্ডলি। প্রিমো ইএফ৯-এ থাকছে ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড অরিও ৮.১ গো অপারেটিং সিস্টেম। প্রিমো ইএফ৯ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৫২৯ টাকা।
এক নজরে প্রিমো ইএফ৯ঃ
- অ্যান্ড্রয়েড অরিও ৮.১ (গো ভার্সন)
- ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
- ৪.৯৫ ইঞ্চি ফুল-ভিউ (১৮ঃ৯) আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভ গ্লাস
- ১ জিবি র্যাম; ৮ জিবি রম
- বিএসআই ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ
- ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ২,০০০ এম এ এইচ লিথিয়াম অয়ন ব্যাটারি।
- ওটিএ আপডেটের সুবিধাসহ
বক্সের মধ্যে যা যা থাকছে
- প্রিমো ইএফ৯ হ্যান্ডসেটটি
- অ্যাডাপটার
- ইউএসবি ক্যাবল
- ইয়ারফোন
- ট্রান্সপারেন্ট ব্যাক কভার
- ওয়ারেন্টি কার্ড
- সেফটি ইন্সট্রাকশন

ইউজার ইন্টারফেস
প্রিমো জিএইটআইতে কাস্টমাইজ থিম ব্যাবহার করা হয়েছে। এর ইউজার ইন্টারফেস একদন সিম্পল ও ফেন্ডলি, এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.১ ব্যাবহার করা হয়েছে। এটি খুব স্মুথ ও ফার্স্ট কাজ করে।
অপারেটিং সিস্টেম

ডিজাইন
আগের প্রিমো জি৮আই ডিভাইসটি বাজারে ছিল কেবল ব্ল্যাক এবং লাইট ব্লু কালারে; তবে এবার প্রিমো জি৮আই ৪জি ডিভাইসটিতে যুক্ত হয়েছে আরও দুটি কালার ভেরিয়েন্ট; এ-দুটি হল ‘ডিপ ব্লু ‘ এবং ‘গোল্ডেন’। ডিভাইসটির স্মুথ কার্ভড বডি আপনাকে এটি ধরে রাখার ক্ষেত্রে এক দারুন অনুভূতি প্রদান করবে। আর ডিভাইসটির রিয়ার প্যানেলে উপরে এবং নিচে দুটি ব্যান্ড এর ডিজাইনে যুক্ত করেছে এক অন্যরকম মাত্রা।
ডিসপ্লে
স্মার্টফোনটির ডিসপ্লেটি ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুলভিউ আইপিএস প্যনেল ডিসপ্লে। এর রেজুলেসন ৪৮০*৯৬০ পিক্সেল। এটি ৪.৯৫ ইঞ্চি সাইজের ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, যা সাইড দিক থেকে ২.৫ ডি কার্ভড। ডিসপ্লেটির এডজ স্মার্টফোনটির বডির সাথে খুব ভালোভাবে মিলে গিয়েছে এবং এর ডিজাইন বাড়িয়ে দিতে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

ক্যামেরা
ডিভাইসটির রিয়ার প্যানেলে আছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা। এর সাথে পাওয়া যাবে একটি শক্তিশালী এলইডি ফ্ল্যাশ ও মাল্টি ক্যামেরা মুড।
ফ্রন্ট প্যানেলে সেলফি তোলার জন্য পাওয়া যাবে ২ মেগাপিক্সেল ক্যামেরা।
ক্যামেরা ইউআই

হার্ডওয়্যার
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। আর সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে একটি ডিডিআর৩ , ১ জিবি র্যাম। ডিভাইসটিতে রম পাওয়া যাবে ৮ জিবি যার মধ্যে ৪.৯০ জিবি ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে। আর এছাড়া ডিভাইসটিতে ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি তো ব্যাবহার করার সুবিধা থাকছেই। জিপিউ তে থাকছে মালি ৪০০ এমপি।

বেঞ্চমার্ক

