Download WordPress Themes, Happy Birthday Wishes

ওয়ালটন স্মার্টফোন নাকি পাওয়ার হাউজ ?

বর্তমান সময়ে স্মার্ট ফোন ব্যাবহারকারীদের সংখ্যা ক্রমশই বেরেই চলেছে বলা যায় চারদিকে এক ধরনের স্মার্টফোনের বিপ্লব চলছে।সমাজের  সকল শ্রেণীর মানুষের হাতেই এখন স্মার্টফোন শোভা পাচ্ছে। ভোরের টুথ পেস্টের মত স্মার্টফোন যেন আধুনিক জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফোন স্মার্ট হলে ও ফোনের ব্যাটারি কতটা স্মার্ট সেটা কখনো খেয়াল করে দেখেছেন কি?

কলেজ ইউনিভার্সিটি কিংবা কর্ম স্থলে অনেকটা সময় আমাদের বাইরে থাকতে হয়। তাই লং টাইম ব্যাটারি ব্যাকআপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা গেমিং এ মগ্ন তাদের কথা তো বলার উপেক্ষা রাখেনা।
ব্যাটারির ভোগান্তি থেকে যারা মুক্ত থাকতে চান তাদেন জন্য আজকে ওয়ালটনের বিগ ব্যাটারি সম্বলিত ৩টি ফোন নিয়ে আলোচনা করবো ঃ

Primo ZX3

ওয়ালটনের জনপ্রিয় ফ্লাগশিপ স্মার্টফোন গুলর মধ্যে Primo ZX3 অন্যতম । ডিভাইসটির বিল্ট কোয়ালিটি বলতে গেলে তুলনামূলক ভালো। সম্পূর্ন মেটাল বডি এবং সাইড দিয়ে রাউন্ড ফিনিশিং দেয়া হয়েছে, এ ছাড়া এর পারফরমেন্স দারুন ছিল গেমিং ও ক্যামেরার জন্য আদর্শ ডিভাইস বলা যায়। এটি লংটাইম ব্যাকআপ দিতে থাকছে  ৪,৫৫০ এমএএইচ ব্যাটারি। প্রিমো জেট এক্স থ্রী বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯০ টাকায়।

এক নজরে প্রিমো জেট এক্স থ্রী

 • অ্যান্ড্রয়েড ৭.০ নওগাট
 • ৬৪ বিট ২.৫ গিগাহার্জ অকটা-কোর প্রসেসর
 • এলপিডিডিআর-৪ এর ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম
 • ৬ ইঞ্চি ফুল এইচডি ২.৫ডি কার্ভড আইপিএস ডিসপ্লে
 • বিএসআই ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল  ডুয়েল অটোফোকাস ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • বিএসআই ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo GM3+

৪জি কানেক্টিভিটির সাথে লং লাস্টিং পাওয়ার ব্যাকআপের নতুন এই আকর্ষনীয় প্রিমো জি এম ৩+  ডিভাইসটি পাওয়া যাচ্ছে ৮,৪৯৯ মাত্র টাকায়। ডিভাইসটিতে ৫.৩৪ ইঞ্চি FWVGA+ টেকনোলোজি  ১৮:৯ রেশিও ডিসপ্লে,অ্যান্ড্রয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেম, রিয়ারে থাকছে ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্টে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আর এটা মানতেই হবে ওয়ালটন এর বিগত স্মার্টফোন গুলিতে ক্যামেরা এর দিক দিয়ে অনেক বেশি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা গিয়েছে।

এক নজরে প্রিমো জিএম থ্রী প্লাস

 • 4G নেটওয়ার্ক সাপোর্ট
 • ৫.৩৪” ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে
 • ২.৫ডি কার্ভড গ্লাস
 • ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
 • ২ জিবি ডিডিআরথ্রি র‍্যাম; ১৬ জিবি রম
 • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 • অ্যান্ড্রয়েড ওরিও ৮.১
 • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
 • ওটিজি সাপোর্টেড

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo HM4+

প্রিমো এইচ এম ৪ এর উন্নততর ভার্সন হচ্ছে প্রিমো এইচএম৪ প্লাস বর্তমানে ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ৯,৯৯০ টাকায়। প্রাইমারি ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরায় ৮ মেগাপিক্সেল রয়েছে আরো থাকছে ২ জিবি র‍্যাম আর ডিভাইসটির রম ১৬ জিবি।

এক নজরে প্রিমো এইচএম৪ প্লাস

 • ৫.৫”  IPS ডিসপ্লে
 • ২.৫ডি কার্ভড ডিসপ্লে
 • অ্যান্ড্রয়েড ৭.০ নগাট
 • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর
 • রিয়ার ১৩ মেগাপিক্সেল অটোফোকাস (সাথে এলইডি ফ্ল্যাস)
 • ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা (সাথে সফট-এলইডি ফ্ল্যাস)
 • ৩৮০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে